Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতি করিনি এটাই আমার সফলতা

সুধী সমাবেশে চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

দায়িত্ব নেওয়ার পর চুল পরিমাণ অনিয়ম বা দুর্নীতি করেননি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুর্নীতি করিনি এটাই আমার সফলতা। যতদিন আছি, ততদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবো। নির্বাচনের আগে দেয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মেয়র হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল (সোমবার) নগরীর চট্টেশ্বরী রোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। মেয়র বলেন, জোর গলায় বলতে পারি- গত তিন বছরে কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের অনিয়মের কথা কেউ বলতে পারবেন না। কথা নয়, কাজের মাধ্যমে আমি নিজের যোগ্যতা এবং সফলতার প্রমাণ দেব।
চট্টগ্রাম মহানগরীকে পরিচ্ছন্ন ও বিলবোর্ডমুক্ত করার ক্ষেত্রে সফল হয়েছেন দাবি করে মেয়র বলেন, মহানগরীর প্রতিটি সড়ক পাকা করার পাশাপাশি নগরীকে শতভাগ আলোকায়ন করার কাজও এগিয়ে চলছে। বিগত তিন বছরে নগরীর উন্নয়নে নেয়া প্রকল্পের বিস্তারিত বর্ণনা দিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় চট্টগ্রাম নগরীর উন্নয়নে অসংখ্য প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ কারণে নগরীতে ব্যাপক খোঁড়াখুঁড়ি হচ্ছে। আর এজন্য নগরবাসীকে দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। দুর্ভোগের জন্য তিনি আবারও নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং উন্নয়নের এ ভোগান্তি সহ্য করার মানসিকতা তৈরির আহŸান জানান।
মেয়র বলেন, গত তিন বছরে নগরীর ৪১ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও নগরীকে এগিয়ে নিতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০০৮ সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, চট্টগ্রামকে এগিয়ে নিতে যেসব প্রকল্প নেওয়া হয়, প্রধানমন্ত্রী আন্তরিকভাবে এসব প্রকল্পে সহযোগিতা করেন।
সুধী সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উদ্দেশে মেয়র বলেন, সমালোচনা আপনারা করুন। সমালোচনা করার অধিকার আপনাদের আছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ঘায়েল করার বিকৃত মানসিকতা নিয়ে সমালোচনা করবেন না। না জেনে, না বুঝে সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
সুধী সমাবেশে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাবউদ্দিন, মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রকৌশলী মোঃ হারুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী। সুধী সমাবেশে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ ছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ