Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। হুথিদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ অভিযান চালায় সৌদি জোট। রোববার সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের সাদা অঞ্চলে হুথি মিলিশিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করা হয়েছে। এছাড়া, সৌদি সরকার পরিচালিত আল এখবারিয়া টিভিতে ৪৯ সেকেন্ডের একটি এরিয়াল ভিডিও দেখানো হয়েছে। যা সাদা এলাকায় অভিযানের বলে দাবি করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই সম্ভব হয়নি। জাতিসংঘ সমর্থিত মনসুর হাদির সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ২০১৫ সালে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। সৌদি জোটের অভিযান শুরুর পর এপর্যন্ত ২২শ’ শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। প্রসঙ্গত, ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন এই সামরিক জোট নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে। - মিডল ইস্ট আই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ