Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতাটি শতবর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নজরুল একাডেমী ‘নজরুলের কবিতা’ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ ও ভারতের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, পেশাজীবি, প্রবাসী, প্রতিবন্ধী এবং প্রবাসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শিশুদের জন্য ও বড়দের জন্য আলাদা আলাদা কবিতা নির্ধারণ করে দেয়া হবে। বিচারকমন্ডলীর রায়ে বিজয়ী শীর্ষ ১০ জনের প্রত্যেককে দেয়া হবে ১০ হাজার টাকা পুরস্কার। এছাড়া ১০০ জনকে দেয়া হবে সার্টিফিকেট এবং নজরুলের মূল্যবান বই। নতুন প্রজন্মের সবার কাছে নজরুলের সাহিত্যকর্ম পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ০১৬২৮০১৬১৭৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আগ্রহীদেরকে ফেসবুকে ‘চির উন্নত মম শির’ গ্রুপে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন রাত ১০টার মধ্যে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে প্রথম রাউন্ডের কবিতার ভিডিও পোস্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর ২য় রাউন্ড আগামী বছরের জানুয়ারীতে এবং ৩য় রাউন্ড ফেব্রুয়ারীতে সম্পন্ন করা হবে। তারপর ফেসবুক লাইভে ৪র্থ ও ৫ম রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কবি নজরুলের জন্মতিথিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। ভারত থেকে বা বিদেশ থেকে যারা বিজয়ী হবেন, তাদের পুরস্কার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ‘শতবর্ষে বিদ্রোহী’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহী-কবিতার-শতবর্ষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ