Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে পুলিশের গুলি, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র বন্ধ

সিলেট অফিস | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১:১২ পিএম

সিলেটে ভোট চলাকালীন বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। অনিয়মের কারণে ভোট বন্ধ রয়েছে একটি কেন্দ্রে। জানা গেছে, নগরীর কাজী জালাল উদ্দিন কেন্দ্রে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ হয়েছে।
অনিয়মের অভিযোগে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কেন্দ্র রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট বন্ধ রাখা হয়েছে।

সিলেট নগরীর ঝর্নারপাড়স্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলে চেষ্টা হয়েছে। কতিপয় যুবক ভোটকেন্দ্র দখল করতে এলে পুলিশ ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুড়ে।

সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সহকারি রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ওই কেন্দ্রে গন্ডগোল হয়েছে। পুলিশ রাবার বুলেট ছুড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা ঝামেলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

অন্যদিকে সকাল ১১টার দিকে খাসদবির কেন্দ্র পরিদর্শনে যান বদর উদ্দিন আহমদ কামরান। কেন্দ্রের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীতের বাকবিতন্ডা হয়। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন কামরান। এরপর সেখানে ককটেল বিস্ফোরন করে আতঙ্ক সৃষ্টি করেন দুপক্ষের লোকজন।

অনিয়মের অভিযোগে সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। নৌকা মার্কার সমর্থকদের সঙ্গে টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রতীকের সমর্থকদের সংঘর্ষের প্রেক্ষিতে ভোট বন্ধ রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন নির্বাচন

২৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ