Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমসি কলেজে অবরুদ্ধ প্রিজাইডিং অফিসার

সিলেট অফিস | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১১:০৮ এএম
সিলেট নগরীর ২০ নং ওয়ার্ডের ৯৬ নং এমসি কলেজ কেন্দ্রে অবরুদ্ধ হয়ে আছেন প্রিজাইডিং অফিসার। ওই কেন্দ্রের ভিতরে সাংবাদিকদেরও অবস্থান করতে দেয়া হচ্ছেনা। সরজমিনে ওই কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের ভেতরে নৌকা মার্কার ব্যাজ পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জটলা পাকাচ্ছেন। ওই কেন্দ্রের কোনো বুথেই ধানের শীষের এজেন্ট পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসারের বক্তব্য নিতে তার কক্ষের সামনে গেলে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা জানান, প্রিজাইডিং অফিসারের সঙ্গে সাক্ষাতের অনুমতি নেই। প্রায় আধাঘন্টা চেষ্টার পরও প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
পরে পুলিশ সদস্যরা সাংবাদিকদের কেন্দ্র থেকে বের করে দেয়। কেন্দ্রের বাইরে অবস্থানরত স্থানীয়রা অভিযোগ করেন, প্রিজাইডিং অফিসারের আচরণ রহস্যজনক। পুলিশ পাহারায় তিনি কক্ষের ভেতরে কি করছেন তা জানা প্রয়োজন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন নির্বাচন

২৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ