Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষ প্রত্যাশিত নয় সুষ্ঠু নির্বাচন চাই

সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, সুষ্ঠু নির্বাচন চান বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয় এবং সমস্ত সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

গতকাল (রোববার) বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রচারণা চলাকালে ইশরাকের কর্মী-সমর্থকদের ওপর হামলার দুই ঘন্টা পরই ইশরাক হোসনের সাথে সাক্ষাত করতে গোপীবাগের বাসায় আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বিকাল ৩টার আগেই ব্রিটিশ হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি নিয়ে আরকে মিশন লেনের মোড়ে এসে পৌঁছায়। গোপীবাগে ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বাসাটি যে গলিতে হামলার ঘটনার পর এই গলিতে সহাস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতি এবং গণমাধ্যমের গাড়ী থাকায় ওই লেন দিয়ে ব্রিটিশ দূতের গাড়ি থমকে যায়।

পরে নেতৃবৃন্দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে ব্রিটিশ হাইকমিশনারের গাড়ি বাসার কাছে আসার পর ব্রিটিশ হাইকমিশনার বাসায় ঢুকেন। হাই কমিশনারকে স্বাগত জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে ব্রিটিশ হাইকমিশনার দোতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে বৈঠক করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার নিচে নেমে সাংবাদিকদের বলেন, আমি অন্যান্য মেয়র প্রার্থীদের সাথেও দেখা করেছি। আজকে তারই অংশ হিসেবে আমি এখানে এসেছি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।#



 

Show all comments
  • Mohammed Shahinur Islam ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৪ এএম says : 1
    বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে ভোট পাবেন না তাপস ভাইয়ের মত এলাকায় উন্নয়ন করে ভোট চান।
    Total Reply(0) Reply
  • MD Shohel Sheikh Roney ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    আমরা ও চাই শুষ্ঠো নির্বাচন হোক।
    Total Reply(0) Reply
  • Mizan Alrhmman ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৫ এএম says : 0
    Bangladesh good election thank you so much
    Total Reply(0) Reply
  • Md. Rubel ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৫ এএম says : 0
    আমরা গাছের ঢেকির কাছে অবাধ সুষ্ঠ নির্বাচন আশা করা বোকামি
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম says : 0
    তাদের প্রাত্যাশা মূল্যায়ন করে কে?
    Total Reply(0) Reply
  • জন্মভুমি ছাতক ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম says : 0
    তাদের চাওয়া পাওয়ার কোনো দাম নেই। রাতেই ভোট হবে।
    Total Reply(0) Reply
  • রিদওয়ান বিবেক ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম says : 0
    কোনো লাভ হবে না।
    Total Reply(0) Reply
  • মোঃ কিবরিয়ামোল্লা ২৭ জানুয়ারি, ২০২০, ২:০৬ এএম says : 0
    আমি এই নির্বাচন কমিশন এবং সাবেক রকিম উদ্দিন কমিশনের সময় থেকে আজ অবধি যতগুলো নির্বাচন হয়েছে তাতে বুঝতেই পারলাম না কে এর দায়িত্বেে। তবে এটা স্পষ্ট যে মানুষকে ভোট প্রদানে নিরুৎসাহিত করতে সরকা, প্রশাসন ও নির্বাচনকমিশন একজোট হয়ে কাজ করছে। সুতরাং এখানে ভালো কিছু আমি কেন দেশের কোন মূর্খ লোকও বিশ্বাস করে না। আল্লাহ দেশবাসীকে হেফাজতে রাখুন আর মানুষের অধিকার পাওয়ার জন্য আমরা একমাত্র আল্লাহর রহমত কামনা করছি ।
    Total Reply(0) Reply
  • মোঃ কিবরিয়ামোল্লা ২৭ জানুয়ারি, ২০২০, ২:০৬ এএম says : 0
    আমি এই নির্বাচন কমিশন এবং সাবেক রকিম উদ্দিন কমিশনের সময় থেকে আজ অবধি যতগুলো নির্বাচন হয়েছে তাতে বুঝতেই পারলাম না কে এর দায়িত্বেে। তবে এটা স্পষ্ট যে মানুষকে ভোট প্রদানে নিরুৎসাহিত করতে সরকা, প্রশাসন ও নির্বাচনকমিশন একজোট হয়ে কাজ করছে। সুতরাং এখানে ভালো কিছু আমি কেন দেশের কোন মূর্খ লোকও বিশ্বাস করে না। আল্লাহ দেশবাসীকে হেফাজতে রাখুন আর মানুষের অধিকার পাওয়ার জন্য আমরা একমাত্র আল্লাহর রহমত কামনা করছি ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন নির্বাচন

২৭ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ