Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা নির্মাণের নামে বাড়িঘরে তান্ডব

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাস্তা নির্মাণের নামে নারায়ণখানা গ্রামবাসীর বাড়িঘরে ভয়াবহ তন্ডব চালিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজুমদার ট্রেডার্স। উপজেলার নারায়ণখানা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী বিজয় চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, ধীরেন হালদার জানিয়েছেন, রাস্তা নির্মাণের নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খল লোকজন এস্কেবেটর মেশিন দিয়ে আমাদের বাড়িঘরে তান্ডব চালিয়ে কয়েকটি সমাধি, শতাধিক ফলজ-বনজ গাছ, কাঁচা-পাকা ল্যাট্রিন ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা এ তান্ডবের প্রতিবাদ করে কোনো ফল না পেয়ে অসহায় হয়ে আদালতে গেছি। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, এতে ঠিকাদার আরো ক্ষিপ্ত হয়ে বেপরোয়া তান্ডব চালিয়ে লাখ লাখ টাকার ফলজ-বনজ, গাছ কাঁচা-পাকা ল্যাট্রিন ঘর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কয়েকটি সমাধি ভেঙে তছনছ করে দিয়ে ধর্মীয় অনুভ‚তিতে চরম আঘাত হানে।
সরেজমিন গেলে শিক্ষক রাজলাখী চক্রবর্তী, সম্পা মল্লিক, সাগরিকা রায়, রেখা হালদার জানান, সৌরভ হালদার, মিনাল হালদার মোক্তার খানদের সহযোগিতায় বীথিকা চক্রবর্তী, বিউটি মুখার্জি, তিরু হালদার, শুভ বাড়ৈ, অনিতা মল্লিক ও উষা মল্লিককে লাঞ্ছিত করে, আমরা এর প্রতিবাদ করায় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি-ধামকি দেয়, শনিবার বিকালে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য চাইলে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে চরম অসন্তোষ প্রকাশ করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করেন, এ সময় নারায়ণখানা গ্রামের শত শত লোক উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মনিন্দ্রনাথ হালদার বলেন, বাড়ির পূর্বপাশের হালট দিয়ে কমিউনিটি সেন্টারের সাথে সংযুক্ত করে রাস্তা নির্মাণ করলে আমরা সবাই উপকৃত হতাম, এতে কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে ঠিকাদারী প্রতিষ্ঠান লাভের স্বার্থে আদালতে চলমান মামলা থাকা অবস্থায় বাড়িঘরের উপর দিয়ে রাস্তা নির্মাণের নামে পাঁচ-ছয়টি সমাধি ভেঙে শতাধিক গাছপালা কাঁচাপাকা লেট্রিন, গোয়াল ঘর ও বিদ্যুতের সংযোগে তান্ডব চালিয়ে বিচ্ছিন্ন করে দেয়, এতে গ্রামবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
উপজেলা এলজিইডির সংশ্লিষ্ট এসও রিপন হালদার জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার ইটের রাস্তা ১৮ ফুট চওড়া করে নির্মাণের কাজ করছে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজুমদার ট্রেডার্স।
উপজেলা এলজিইডির প্রকৌশলী দেবাশীষ বাকচি বলেন, আমি ঘটনাস্থল দেখেছি, এলজিইডির কাজ হলো পাবলিক জায়গা দিলে রাস্তা হবে, না দিলে হবে না। প্লান বহির্ভুতভাবে সম্পূর্ণ গায়ের জোর দিয়ে কাজ করা হয়েছে, গাছপালা ভাঙার কোনো নিয় নেই, কাজ বন্ধ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের গ্রামবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে। অভিযোগ সম্পর্কে ঠিকাদার সঞ্জয় মজুমদারের নাম্বারে যোগাযোগ করে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে পরে কথা বলব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তান্ডব

১৮ জানুয়ারি, ২০২২
৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ