রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি নতুন বাজার এলাকায় মাদক ব্যবসায়ী আসামী ধরতে গেলে ইয়াবাসহ আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য এলাকার ৩০-৪০জনের একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়।এতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়। আহতরা হচ্ছে : ডিবি পুলিশের সদস্য সদস্য সবুজ (২৩) এবং হিটলার (২৫)। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ খবর পেয়ে ডিবি পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ইয়াবা ব্যবসায়ী সফিকুল মাতুব্বর ও হামলাকারিদের একজন কাওছার মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানের সময় সুযোগ বুঝে অন্য হামলাকারীরা পালিয়ে যায়।
মাদারীপুর ডিবি পুলিশের ওসি মো: ফায়েকুজ্জামান বলেন, ‘গোপন সুত্রে খবর পেয়ে এসআই মোবারক মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে শুক্রবার সন্ধ্যায় লুন্দি নতুন বাজারে যায় এবং ১০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সফিকুল মাতুব্বরসহ চারজনকে আটক করে। এসময় ৩০-৪০ জনের একদল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি হাতুরী-শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, এ ঘটনায় রাজৈর থানায় মাদক আইনে এবং পুলিশের উপর হামলা করার অভিযোগে পৃথক ২টি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।