Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আড়াইহাজারে পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের দিন ২৫ জুলাই এই ঘটনা ঘটলেও পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর বশিরউল্লাহ ও তার ৩৭ জন লোককে আসামী করে পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধা লাল মিয়া একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৫ জুলাই নির্বাচন পরবর্তী রাতে বিজয়ী প্রার্থী বশিরউল্লাহর প্রায় ২শত জন কর্মী সমর্থক লালমিয়ার বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরাজিত প্রার্থী লাল মিয়া স্বপরিবারে প্রতিপক্ষের হুমকী ধমকী ও মহড়ায় জিম্মি হয়ে আছেন বলে অভিযোগ করেন। কিন্তু বিজয়ি প্রার্থী বশিরউল্লাহ এ অভিযোগ অস্বীকার করেন
অপর দিকে গোপালদী পৌরসভার ১ নং ওয়ার্ড পাঠানেরকন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের দিন বিজয়ী প্রার্থী আক্তার হোসেন ও পরাজিত প্রার্থী রূপচাঁন এর লোকজনের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় দায়িত্ব রত পুলিশ ও হামলার শিকার হয়। এ ঘটনা নিয়ে ওই এলাকায় ও বিরাজ করছে থমথমে অবস্থা। যে কোন সময় যে কোন প্রকার অঘটনের আশংকা করছেন এলাকাবাসি। এ ব্যাপারে আড়াইহাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে আড়াইহাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এম এ হক জানান, ভয়ের কোন কারণ নেই। পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ