Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উত্তপ্ত হচ্ছে ডোকলাম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কয়েক মাস আগেই ডোকলাম ইস্যুতে ঐকমত্যে এসেছিল ভারত ও চীন। কিন্তু আবার নতুন করে চীনের সামরিক পদক্ষেপে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কে চিড় ধরতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ডোকলামে আবারও সেনা সাজাচ্ছে চীন। ওই মার্কিনি কর্মকর্তা জানাচ্ছেন, চীন ডোকলামের ওই বিতর্কিত এলাকায় ফের নিজের গতিবিধি বাড়াচ্ছে। তবে এবার ভারত বা ভুটান কেউই কোনো প্রতিবাদ করেনি বা বাধা দেয়নি। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে এই তথ্যই দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, অ্যালিস জি ওয়েলস। তিনি বলেছেন, এই ঘটনা দক্ষিণ চীন সাগরের কথা তুলে আনছে। চীন দাবি করেছে, পুরো চীন উপসাগর তাদের সম্পত্তি। তবে তার প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইনস, ব্রুনেই এবং তাইওয়ান। তবে হিমালয়ের ওপর চীনা সেনার গতিবিধিতে এখন কোনো দেশের প্রতিরোধ আসেনি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তপ্ত

২৮ এপ্রিল, ২০২১
১১ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ