Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েলো ভেস্টে ফের উত্তপ্ত ফ্রান্স

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

জ্বালানি তেলের মূল্যসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্স। সরকারি আহ্বান অগ্রাহ্য করে শনিবার টানা পঞ্চম সপ্তাহের মতো দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। এদিন প্রায় ৬৬ হাজার মানুষ জড়ো হয়েছিলেন রাজধানী প্যারিসে। তবে তাদের আটকাতে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। গত সপ্তাহে স্ট্রাসবুর্গে বন্দুক হামলার ঘটনার পর বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানায় ফ্রান্স সরকার। কিন্তু সে আহ্বান অমান্য করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দ্রুত সুরাহা না হলে বড় দিনের পর এ আন্দোলন আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। একই দিন ইয়েলো ভেস্ট আন্দোলন হয়েছে বেলজিয়ামেও। সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। খবরে বলা হয়, ফ্রান্সের রাজপথে আবারও বিক্ষোভ, ধরপাকড় অব্যাহত রয়েছে। টানা পঞ্চমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নেমেছে ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। শনিবার সরকারি আহ্বান উপেক্ষা করে রাস্তায় নামে হাজারো বিক্ষোভকারী। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৯৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহগুলোর তুলনায় শনিবার রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা তুলনামূলক কম ছিল। ইয়েলো ভেস্ট পরে বিক্ষোভরত একজন আন্দোলনকারী লুয়িক বুলে জানান, গত সপ্তাহগুলোর চেয়ে প্রতিবাদ অনেকটা কমেছে। তবে বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ চিহ্নিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। স্ট্রাসবুর্গ হামলার পর পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত হলেও আগামী শনিবার ও তার পরের শনিবার এটি ফের আগের রূপে ফিরবে। এর আগে ১১ ডিসেম্বর টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নিম্ন আয়ের মানুষদের বেতন বাড়ানোর পাশাপাশি করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক খাতে জরুরি সংস্কার আনতে ‘কঠোর পদক্ষেপ’ নেবে সরকার। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। আল-জাজিরা, রয়টার্স, টাইম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তপ্ত ফ্রান্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ