Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের প্রভাবে বাজার উত্তপ্ত

ঢাকা-চট্টগ্রামের কাঁচাবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

চলমান আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুরগির ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং সবজির দাম উর্ধ্বমুখী।
রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই অজুহাতে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারগুলোতে চাহিদার তুলনায় আমদানি কম এবং বৃষ্টির দোহাই দিয়ে মাসখানেক ধরে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম বেড়েছে সরবরাহে টান পড়ার কারণে। বৃষ্টি শেষ হলে দর কিছুটা কমতে পারে। গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। যা সপ্তাহখানেক আগেও ১৪০-১৪৫ টাকা ছিল। সাধারণত বাজারে বাড়তি চাহিদা তৈরি হলে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০ টাকা বা তার উপরে ওঠে। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া বৈরী থাকলে সাধারণত বাজারে মাছের সরবরাহ কম থাকে। এতে মুরগির বাজারে কিছুটা চাপ সৃষ্টি হয়। এ কারণে এখন মুরগির দাম কিছুটা বাড়তি।
বর্ষা জুড়েই কাঁচা মরিচের দাম ওঠানামার মধ্যে আছে। দুই সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ১৮০ টাকা ছিল। এরপর তা কমে ১২০ টাকায় নামে। গত কয়েক দিনের বৃষ্টির পর তা আবার বেড়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, বেগুন, কাকরোল, ঢেড়স, মিষ্টি কুমড়া, পেপে, করলাসহ প্রায় সব সবজিই বাজারে ভরপুর। তবে বৃষ্টির কারণে বাজারে কিছুটা সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়ে টমেটোর দাম এখন ১০০ টাকা। টমেটোর মতো দাম বাড়ার তালিকায় রয়েছে, চিচিঙ্গা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরোল, করলা, বরবটি। গত সপ্তাহে এসব সবজি ৩৫ থেকে ৫০ এর ঘরে থাকলেও এ সপ্তাহে সবজি কিনতে বাড়তি ২০-৩০ টাকা গুনতে হবে ক্রেতাদের। বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর পেপে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
দাম বাড়ার পিছনে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনেরও কিছুটা প্রভাব রয়েছে বলে জানান তারা। বলেন, অনেকেই সবজি বোঝাই পরিবহন আনতে ভয় পাচ্ছেন। যে কারণে চাহিদার তুলনার বাজারে সবজির সরবরাহ কম। ফলে দাম বেড়েছে।
গতকাল বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। অথচ কিছুদিন আগেও প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। শান্তিনগরের ডিম ব্যবসায়ী মোঃ বাদশা বলেন, দুই সপ্তাহ ধরে ডিমের ডজন ১০৫ টাকা বিক্রি করছি। চাহিদার তুলনায় ডিমের সরবরহ কম থাকায় ডিমের দাম বেড়ে গেছে। তবে দাম বাড়লেও বিক্রি কমেনি। আগেও যারা ডজন ডজন ডিম কিনতেন, এখনো তারা ডজন ডজন ডিম কিনছেন।
এদিকে বাজারে পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। দেশী পেঁয়াজ ৫৫-৬০ টাকা এবং ভারতে আমদানি পেঁয়াজ ৩৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।
তবে বাজারে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি, আদা, গরুর মাংস ইত্যাদি পণ্যের দামে তেমন খুব একটা হেরফের দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার উত্তপ্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ