Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চাইলেই মুখ্যমন্ত্রী হতে পারি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভারতীয় চলচ্চিত্রের ড্রিমগার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী বলেছেন, তিনি চাইলে যেকোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী হতে পারেন। স¤প্রতি রাজস্থানের বানস্বরায় এক অনুষ্ঠানে এমনই দাবি করেন মথুরার বিজেপি দলীয় এই সংসদ সদস্য। তিনি স্পষ্টতই জানান এ বিষয়ে তার কোনো আগ্রহই নেই। এ কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে কোনো চেষ্টাও করছেন না। ৬৯ বছরের তারকা এই অভিনেত্রী-রাজনীতিবিদ বলেন, তিনি যদি এখন মুখ্যমন্ত্রী হন, তাহলে নিজের স্বাধীনভাবে লড়াই করাই বন্ধ হয়ে যাবে। যেহেতু হেমা মালিনী উত্তরপ্রদেশের সংসদ সদস্য, তাই তিনি মুখ্যমন্ত্রী হলে ওই প্রদেশেরই হবেন। বর্তমানে এই পদে আছেন বিজেপির যোগী আদিত্যনাথ। হেমা মালিনী জানিয়েছেন, এমপি হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি আমজনতার জন্যে প্রচুর কাজ করেছেন, আগামীতেও করবেন। নরেন্দ্র মোদির উচ্ছ¡সিত প্রশংসা করে হেমা মালিনী বলেন, তিনি (মোদি) কৃষক, মহিলা ও গরীবদের জন্য অনেক কাজ করেছেন। বিরোধীরা যতই সমালোচনা করুক, দেশের জন্য মোদির অবদান সত্যিই প্রশংসনীয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ