Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও গবেষক খালিদ হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ও গবেষক খালিদ হোসেনের পাশে দাঁড়ালেন। তাকে ১০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পীর কাছে এই চেক হস্তান্তর করা হয়। গত বৃহ¯পতিবার খালিদ হোসেনের পরিবার থেকে অনুদান গ্রহণের বিষয়টির স্বীকার করে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালিদ হোসেন। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন খালিদ হোসেন। লাঞ্চ ফেইলুর ও হার্টের গুরুতর সমস্যা নিয়ে তিনি চলতি বছরের শুরুর দিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। এখন অবস্থা স্থিতিশীল থাকলেও নিয়মিতই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তার পরিবার এই শিল্পী ও গবেষকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। এদিকে খালিদ হোসেন ছাড়াও ঢাকার সবুজবাগস্থ ধর্ম রাজিক বৌদ্ধ মহাবিহারে ২ কোটি টাকা এবং কুমিল্লার কোটবাড়িস্থ শালবন বৌদ্ধ বিহারে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রয়াত রঞ্জিত চন্দ্র সরকারের স্ত্রী আজিমপুর সরকারি কলোনির রিনা রানী সরকার ২৫ লাখ টাকা ও কক্সবাজারের রাজনীতিক মরহুম অ্যাড. বদিউল আলম চৌধুরীর ছেলে কামাল হোসেন চৌধুরী, জামালপুরের সরিষাবাড়ির মরহুম ফজলুল হকের ছেলে ফারুক আহমদ, বগুড়া সদরের মরহুম মো. নবিরুদ্দিন প্রামাণিক, ঢাকার খিলগাঁওয়ের রহিম শাহার স্ত্রী বেগম খুরশিদ জাহান এবং বরিশালের মরহুম মনিরুল আলমের স্ত্রী নুরুন্নাহারসহ প্রত্যেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ১০ লাখ টাকা করে গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ