বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মো. শামীম আজাদ ওরফে বেন্ড শামীম ছাত্রলীগ নেতা এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল হত্যা মামলার চার্জশিটভ্ক্তূ আসামি। শুক্রবার ভোরে নগরীর সিটি গেইট এলাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শামীম (২৪) মোটর সাইকেল চালিয়ে সীতাকুণ্ডের দিক থেকে নগরীতে আসছিলেন। পেছনে আরোহী ছিলেন মো. তৌহিদ (২৪)। চেকপোস্টে তল্লাশির সময় তৌহিদের কোমরে একটি আমেরিকার তৈরি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে। শামীমের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। নগরীর ওমরগনি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত শামীম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম উদ্দিনের অনুসারী। ২০১৬ সালের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই মামলায় গ্রেফতার হওয়ার পর এক মাস আগে শামীম জামিনে মুক্তি পায় বলে ওসি জানিয়েছেন। গত ১২ জুন সোহেল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে আসামির তালিকায় শামীমের নামও আছে। তৌহিদ সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত নন। তবে শামীমসহ ওয়াসিমের অনুসারীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে বলে পুলিশের কাছে তথ্য আছে। শামীম ও তৌহিদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।