Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘবদ্ধভাবেই সরকারের পতন ঘটাতে হবে------- নোমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৫২ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল আল নোমান বলেছেন, দেশের সকলকে সংঘবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। শেষপর্যন্ত ব্যাংক লুট, সোনা লুট, কয়লা লুট করেছে তারা। যারা এসব লুট করছে তারা সবাই সরকারের লোক। এই সরকারের লজ্জা থাকলে তারা পদত্যাগ করতো। কিন্তু তারা তা করবে না। এজন্য রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা সংগটিত হয়ে রাজপথে নামলেই এ সরকারের পতন নিশ্চিত। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) পেশাজীবী ও আমার দেশ সম্পাদক পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

আব্দুল্লাহ আল নোমান বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপরে যে হামলা হয়েছে সেটা ন্যাক্কারজনক কথা। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজ (গতকাল) হামলার তিন-চার দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা জাতির জন্য আরো বড় লজ্জাজনক। অথচ চিহ্নিত হওয়া সত্তে¡ও আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অন্যদিকে তিন সিটিতে বিএনপির লোকজনকে দিন নেই রাত নেই যেখানেই পাচ্ছে সেখানেই গ্রেফতার করছে। এই সরকারের সময়ে অন্যায় করে একদল প্রকাশ্যে মহড়া দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বিরোধী মতের লোকেরা গ্রেফতার, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জহুরুল ইসলাম, কৃষিবিদ শামীম, অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া প্রমুখ। #####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোমান

৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ