বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় ৪ দিন বয়সী নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের স্টেডিয়াম রোডস্থ ওই হসপিটালে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজারগাঁও গ্রামের দুবাই প্রবাসী আহম্মদ উল্লাহর ছেলে।
নিহতের মামা সফিক গাজী জানান, স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নেয় তার বোন জান্নাতুল ফেরদৌস। গত সোমবার দুপুরে প্রসব বেদনা হলে চাঁদপুর শহরের মুন হসপিটালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টায় অস্ত্রোপচার করেন ডাঃ শামসুন্নাহার তানিয়া। এতে জান্নাত একটি পুত্র সন্তান জন্ম দেয়। জন্মের পর থেকে শিশুটির শ^াস কষ্ট হয়। কিন্তু হাসপাতালের আবাসিক চিকিৎসকরা শিশুটি সুস্থ্য আছে বলে জানান।
জান্নাতের পিতা লুৎফুর রহমান গাজী জানান, শিশুটির ঠান্ডাজনিত কারণে কষ্ট হচ্ছে বার বার চিকিৎসককে বলা হলেও তারা কোন কথা আমলে নেয়নি বরং বলেছে শিশুটি সুস্থ্য আছে।
হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন বলেন, হসপিটালের আবাসিক চিকিৎসক রোগীর লোকদেরকে শিশু চিকিৎসক দেখানোর কথা বলেছেন। তারা শিশু চিকিৎসক দেখাননি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ ওলি জানান, রোগীর স্বজনদের কাছ থেকে জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগীর স্বজনরা কোন মামলা করতে রাজি হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।