Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তির পথে রাত্রির যাত্রী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

শুরু হতে নানান বাধা বিপত্তি পেরিয়ে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেন্সরবোর্ড হয়ে এখন মুক্তির মিছিলে। কোনরকম কর্তন ছাড়াই সেন্সর সনদ পেয়েছে এ চলচ্চিত্রটি। চলচ্চিত্রে মূল চরিত্রে রূপদান করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, অরুণা বিশ্বাসসহ অনেকে। সিনেমাটির সূচনালগ্ন হতেই অনলাইন, অফলাইনে প্রচারণা চলছে। বিভিন্নমহল আন্তরিকভাবে এ চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিচ্ছে। রাত্রির যাত্রী’র টিম কৃতজ্ঞ যারা পাশে ছিলেন তাদের প্রতি। সারাদেশব্যাপী সিনেমাটির প্রচারণায় নতুনত্ব এসেছে, যা অব্যাহত আছে এখনো। বিভিন্ন ফেসবুক গ্রæপ, পেজ, প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়া যেভাবে এ চলচ্চিত্রের পাশে এসে দাঁড়িয়েছে তাতে পরিচালক কৃতজ্ঞ। হাবিবুল ইসলাম হাবিব মনে করেন, ‘রাত্রির যাত্রী’ শুধু তার একার সিনেমা নয়, এটি সকল সিনেমাপ্রেমীর সিনেমা, এটি গ্রাম-বাংলা এবং গণমানুষের সিনেমা। এর প্রতিটি দৃশ্যের পেছনে লুকিয়ে রয়েছে অপরিসীম পরিশ্রম ও ভালোবাসার গল্প। তিনি দর্শকের কাছে আবেদন করে বলেন, আপনারা সিনেমাহলে গিয়ে সিনেমাটি দেখুন। সমালোচনা অবশ্যই করবেন, তবে সিনেমা দেখার পর। সদলবলে রাত্রির যাত্রী দেখুন, সিনেমাটি দেখতে অপরকে উদ্বুদ্ধ করুন। তিনি বলেন, দেশের রুগ্ন চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ