Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলের বিমান হামলায় ৩ ফিলিস্তিন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১১:৫৫ এএম

অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিন নিহত হয়েছেন। গাজার বেশ কয়েকটি স্থানে গত বুধবার ইসরাইল হামলা চালালে তারা নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ছাড়াও গোলন্দাজ সেনারা বেইত লাহিয়া শহরে হামলা চালায়।

এসব হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহতরা হলেন আহমেদ আল বিসৌস (২৮), ওবাডা ফারাউনে (২৯) ও মো. আল আরিয়ার (২৭)।

তবে ইসরাইল দাবি করেছে, গাজা উপত্যকা থেকে গুলি চালানোর পর তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করে। এসব হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন নিহত হন।

ইসরাইল প্রায় সময়ই গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ছাড়া ট্যাংক ও মর্টারের গোলাবর্ষণ করে। গত রোববার ইসরাইল হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা চালায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ