মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই উপত্যকা থেকে রকেট ছোড়ার জবাবে এ বিমান হামলা চালানো হয়। রবিবার (১২ সেপ্টেম্বর) এসব ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালানোর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। পলাতক ছয়জনের মধ্যে চারজনকে ফের খুঁজে বের করেছে ইসরায়েলি বাহিনী।
বন্দিদের পুনরায় আটকের পর গত শুক্র ও শনিবার কয়েক দফায় ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয় গাজা থেকে। পরে রবিবার গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।