Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতি উন্মাদনায় প্রাণ গেল আকাক্সক্ষার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ার বালি বিচে সাঁতরাতে গিয়ে, অতি উন্মাদনায়, নিষিদ্ধ জোনে ঢুকে পড়েছিলেন। যার জেরে ডুবে মৃত্যু হল বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ আকাক্সক্ষা পাÐের। জন্মসূত্রে ভারতীয় আকাক্সক্ষা পাÐের বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বালি সৈকতের সংরক্ষিত অঞ্চলে ঢুকে পড়েছিলেন আকাক্সক্ষা পাÐে। আচমকা আসা তীব্র স্রোতে নিজেকে আর সামলাতে পারেননি। ওই স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এই দুর্ঘটনা ঘটে গত শনিবার। জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা করেছিলেন সৈকতের রক্ষীরা। তারা আকাক্সক্ষাকে উদ্ধারও করেন। কিন্তু বিকাল সোয়া ৫টার দিকে সিলোয়াম হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়। লাইফ গার্ড সদস্যরা জানান, আকাক্সক্ষা পাÐেকে দুই দফায় সেখানে সাঁতার কাটার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কেননা তীব্র স্রোতের সময় সেখানে সাঁতার কাটা নিষিদ্ধ। দ্য টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ