Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে ভুটানের সহযোগিতা চায় চীন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


 চীন ও ভুটানের উচিত তাদের সীমান্তজুড়ে শান্তি নিশ্চিত রাখা এবং এই ইস্যুতে কথা বলা অব্যাহত রাখা। ভুটানে বিরল সফরে আসা চীনা এক সিনিয়র কূটনীতিক এ কথা বলেন। গত বছর ভারতের সাথে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর হলো। গত কয়েক দশকের মধ্যে এবারই চীন ও ভারত এভাবে মুখোমুখি হয়েছে। ভুটানের সাথে মিত্রতার সুবাদে দেশটির হয়ে দোকলাম মালভূমিতে চীনের মুখোমুখি হয়েছিল ভারত। পরে চীন ও ভারত সৈন্য প্রত্যাহার করে তাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রসর হয়। এই প্রেক্ষাপটে ভূবেষ্টিত ভুটানে তিন দিনের সফর শেষ করেন চীনা সিনিয়র উপ-পররাষ্ট্রমন্ত্রী কং শুয়ানিউ। তিনি বলেন, তার দেশ ভুটানের সাথে তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দেয়। তারা ভুটানের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে। কংয়ের উদ্ধৃতি দিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সীমান্তের ব্যাপারে চূড়ান্ত সমাধানের জন্য ইতিবাচক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে উভয় পক্ষের উচিত সীমান্ত আলোচনা এগিয়ে নেয়া। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ