মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। আজ দেশটিতে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এদিন সকালেই ওই শহরে একটি পুলিশ ভ্যানকে টার্গেট করে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে জিও টিভি। এতে বলা হয়, কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে ওই সন্দেহজনক আত্মঘাতী হামলা চালায়। এতে নিহতের পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
বিভিন্ন সূত্র বলছে, নিহতদের মধ্যে তিনজন পুলিশ ও দু’জন সংখ্যালঘু রয়েছেন। পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলাকারী একটি ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়ার চেষ্টা করেন। তখনই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।