Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বাসের ধাক্কায় রিকশাভ্যানের ২ যাত্রী নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:৩১ পিএম

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় ও চাপায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত এবং অপর চার যাত্রী আহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী তাসিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাত ১০টার দিকে টেকনগপাড়া এলাকায় একই স্থানগামী একটি রিকশাভ্যানকে ধাক্কা ও চাপা দেয়। এতে ওই রিকশাভ্যানে থাকা ছয় যাত্রী রাস্তার পড়ে যান এবং গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা এবং অপর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।



 

Show all comments
  • Md. Shahnawaz ২৯ জুলাই, ২০১৮, ৪:২৫ পিএম says : 0
    Allah help us all Muslim ummah. amin
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ