Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলে সাপের ভয়!

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নাটোরের সিংড়ায় সোনাপুর পমগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। শ্রেণিকক্ষের ভেতরে, বাইরে, বারান্দায়, টেবিল-বেঞ্চের নিচে, এমনকি শিক্ষকদের কক্ষ ও শিক্ষার্থীদের বই পুস্তকের ভেতর থেকে আচমকাই বের হচ্ছে ছোট-বড় বিষধর সাপ। গতকাল সোমবার পর্যন্ত প্রায় ২০টি সাপ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থান থেকে বের হয়েছে। সাপ আতঙ্কে ক্লাস চালানো হচ্ছে বিদ্যালয়ের বারান্দায়।
সাপের ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে বেশিরভাগ শিশুরা। যারা আসছে, তাদের ক্লাস নিতে হচ্ছে চরম ঝুঁকির মধ্য দিয়ে। আকস্মিক সাপের আক্রমণ থেকে রেহাই পেতে বারান্দায় ক্লাস চলার সময় লাঠি, বাঁশ ও লোহার পাইপ হাতে নিয়ে পাহারা দিচ্ছে অন্য শিশুরা। এ বিদ্যালয়ে শুধু বিষধর সাপের উপদ্রব নয়, এখানে শুয়োপোকা ও গুইসাপসহ বিষাক্ত পোকা-মাকড়েরও উপদ্রব রয়েছে ওই স্কুলে। এসব কারণে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।
পালাক্রমে শ্রেণিকক্ষ পাহারা দিচ্ছে হাসিবুল, সবুজ, মারুফ, আসিফ, রাব্বি, সাজিদ। হাসিবুল জানায়, ‹গত চার দিনে প্রায় ২০টি সাপ মেরেছে তারা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও মিথিলা বিলকিস আক্তার, মারুফা জানায়, প্রতিদিনই স্কুলে সাপ দেখছে তারা। সাপের ভয়ে অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, সাপের উপদ্রবের ব্যাপারে মৌখিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় কোনো সিদ্ধান্ত দেননি। সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, শিশুদের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনে স্কুলটি বন্ধ রাখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ