মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল রাশিদ দোসতুম। পুলিশ জানিয়েছে, দীর্ঘ স্বেচ্ছা নির্বাসনের পর তার দেশে ফেরার কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। জেনারেল দোসতুম একটি চত্বর পার হয়ে যাওয়ার সময়ই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে তিনি কোনো আঘাত পাননি।
প্রায় এক বছরের বেশি সময় আগে আফগানিস্তান ছেড়ে তুরস্কে পাড়ি জমান দোসতুম। নিজের লোকদের দিয়ে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেন। এ ধরনের অভিযোগ ওঠার পরেই স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে। কাবুল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য এবং ট্রাফিক কর্মকর্তারা রয়েছেন। বিস্ফোরণে আরও ৬০ জন আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।