মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেছেন, সিঙ্গাপুরের সম্মেলনের ফলাফল বাস্তবায়নে সমর্থন দিতে এবং আমাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয়ের জন্য প্রতিরক্ষামন্ত্রী মাত্তিস অনির্দিষ্টকালের জন্য মহড়া বাতিল করেছেন। তিনি বলেন, এর মধ্যে আগামী তিন মাসের মধ্যে দুটি কোরীয় নৌসেনা বিনিময় প্রকল্পের প্রশিক্ষণ মহড়াসহ ফ্রিডম গার্ডিয়ান মহড়াও রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী তিন মাসের মধ্যে যে দুটি মহড়া হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এটা উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন ও দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া সম্মেলনের পরবর্তী পদক্ষেপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।