Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব দেশে হিজাব-নিকাব পরা ‘ফৌজদারি অপরাধ’

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 সা¤প্রতিককালে বিশ্বে ইসলামের পুনর্জাগরণের পাশাপাশি ইসলামবিদ্বেষীদের সক্রিয়তাও বাড়ছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ইসলাম বিদ্বেষীদের ভূমিকা চোখে পড়ার মত। তারা সাধারণ জনগণের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকেও বিভিন্নভাবে প্রভাবিত করছে। এরই অংশ হিসেবে স¤প্রতি বিশ্বের ৭টি দেশ মুখ ঢেকে রাখা তথা হিজাব-নিকাব পরাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে এর উপর নিধেষাজ্ঞা করে। এসব দেশে মুসলিম মহিলাদের ইসলামিক পরিধেয় বস্ত্রের উপর কিছু না কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেদারল্যান্ড : নেদারল্যান্ড নামক ইউরোপীয় দেশটি মুখ ঢেকে রাখা তথা নিকাব উপর নিষেধাজ্ঞা আরোপ কারী সর্বশেষ স্থান। একইভাবে তারা এটিকে একটি ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। এ আইন অনুযায়ী, যে কেউ বোরকা (একটি ইসলামি শরীয়া সম্মত পোশাক) পরবে- যেটি তার পুরো মুখ এবং শরীর ঢেকে রাখে বা নিকাব (একটি মুখে পরিধানযোগ্য ইসলামিক পোশাক) যেটি জনসমাগম স্থানে শুধু মুখ ঢেকে রাখে সে ব্যক্তিকে ৪৫০ ইউরো বা ৪৭২ মার্কিন ডলার জরিমানা করা হবে।
সুইজারল্যান্ড : ১ জুলাই ২০১৬ পুরো মুখ ঢেকে রাখে এমন পর্দা যেটা বোরকার মত তা পরিধান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন এ আইন অনুযায়ী টিচিনো নামক ইটালিয়ান ভাষাভাষীর একটি স্থান যেটি দক্ষিণ সুইজল্যান্ডে অবস্থিত সেখানকার মুসলিম মহিলারা ৯,২০০ ইউরো জরিমানার সম্মুখীন হয়েছিলেন। সমালোচনা সত্তেও খব গধঃরহ উরসধহপযব এবং ঝড়হহঃধমংতবরঃঁহম নামক পত্রিকা দুটি স¤প্রতি একটি অনলাইন জরীপ চালায় যেখানে দেখা যায় অধিকাংশ সুইস নাগরিক সমগ্র দেশে জনসমাগম স্থানে মুখ ঢেকে রাখে এমন পর্দার উপর নিষেধাজ্ঞা চায়।
জরীপকারী প্রতিষ্ঠানগুলো দাবি করে- ১,১৬৭ জন মানুষের ওপর জরীপ করা হয়েছিল। তার মধ্যে ৬০ শতাংশ পর্দার ওপর নিষেধাজ্ঞা জারিকে ‘আবশ্যক’ মনে করেন, ১৬ শতাংশ মানুষ নিষেধাজ্ঞা জারি করতে হবে এতে কোনো ‘সন্দেহ নেই’ বলে মত দেন, ২০ শতাংশ মানুষ নিষেধাজ্ঞার বিপক্ষে মত দেন এবং ৩ শতাংশ মানুষের এ ব্যাপারে কোনো মত নেই বলে জানান।
বেলজিয়াম : ২০১১ সালে বেলজিয়াম মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ আইন অনুযায়ী যে কেউ পর্দা বা এমন পোশাক যা জনসমাগম স্থানে মানুষের মুখ ঢেকে রাখে বা মুখ চিনতে কষ্ট হয় এমন পোশাক পরিধান করে সে ব্যক্তি ৭ দিনের কারাবাস অথবা ১,৩৭৮ ইউরো জরিমানার সম্মুখীন হবেন।
স্পেন : এখানে উল্লেখ করা দরকার, উত্তর-পূর্ব স্পেনের কাতালোনিয়া নামক স্থানের কিছু অংশে মুখ ঢেকে রাখে এমন পর্দার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট এ আইন উঠিয়ে দেয় এবং মতামত প্রদান করেন যে, ‘এটি ধর্মীয় স্বাধীনতাকে সীমিত করবে’। তবে কিছু কিছু অঞ্চলে এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ফ্রান্স : ফ্রান্স ইউরোপের প্রথম দেশ হিসেবে মুখ ঢেকে রাখে এমন পর্দার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এটা হয়েছিল ২০১১ সালে। এ আইন অনুসারে কোনো মহিলা যদি এ আইন ভঙ্গ করে তবে তাকে ১৫০ ইউরো জরিমানা করা হবে এবং যদি কেউ কোনো মহিলাকে তার মুখ ঢেকে রাখতে বাধ্য করে তবে তাকে ৩০,০০০ ইউরো জরিমানা করা হবে।
চাদ : এ তালিকার অন্যান্য দেশর মত, ২০১৫ সালের জুন মাসে সেখানে পর পর দুইবার আতœঘাতী বোমা হামলার দুদিন পরেই মুখ ঢেকে রাখে এমন পর্দা নিষিদ্ধ করে। উক্ত হামলার পরেই, দেশটির প্রধানমন্ত্রী কালজেউব ফাহিমি ডেউবেট বোরকা পুড়িয়ে দেয়ার আহŸান জানান। বোরকা পরার দন্ড হিসেবে গ্রেপ্তার অথবা কারাবাসের আইন করা হয়।
ক্যামেরুন : নিরাপত্তার কারণ দেখিয়ে ক্যামেরুনও মুখ ঢেকে রাখে এমন পর্দা পরিধান নিষিদ্ধ করেছে। - ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরাধ

২০ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৪ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ