Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর উন্নয়নে আসছে কোটি টাকার আরও ৪টি প্রকল্প -মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড-বিএমডিএফ’র অর্থায়নে ১৬৫ কোটি টাকা ব্যয়ে নগরীতে ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ শিঘ্রই শুরু হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্বমানের পূর্ণাঙ্গ স্পোটর্স কমপ্লেক্স ও তিনটি অত্যাধুনিক বহুতল মার্কেট। গতকাল (রোববার) চসিক মিলনায়তনে কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের ৩৬তম সাধারণ সভার সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য প্রকাশ করেন। সভায় কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়্যাল কাউন্সিলরসহ উর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। সিটি মেয়র বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে পালন করা হবে। এ লক্ষ্যে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসন্ন কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঈদের দিন বিকাল ৪টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরী

১৭ ফেব্রুয়ারি, ২০২৩
২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ