রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব (এসডিজি) আবুল কালাম আজাদ। গতকাল রোববার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ওই সময় চায়না হারবার কোম্পানির প্রতিনিধিরা মুখ্যসচিবকে অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।
বেজা সূত্র জানায়, আনোয়ারায় ৭৭৫ একর জায়গায় গড়ে ওঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা। তার মধ্যে খাস জায়গা হচ্ছে ২৯২ দশমিক ৯৭৫ একর। বাকি ৩২৩ দশমিক ৫৪০ একর বন্দোবস্তকৃত ও ১৫৮ একর জায়গা ব্যক্তি মালিকানাধীন। এ প্রকল্পে চীন সরকারের শতভাগ বিনিয়োগ থাকবে। আর এতে বাংলাদেশ সরকারের ৩০ শতাংশ আর চীন বিনিয়োগকারীদের ৭০ শতাংশ অংশীদারিত্ব থাকবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩৭১টি শিল্প-কারখানায় অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ জানান, পরিদর্শনকালে মুখ্যসচিব চীনা অর্থনৈতিক অঞ্চল ও টানেল প্রকল্প বাস্তবায়নে কাজের অগ্রগতির জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।