Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে মুখ্যসচিব

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব (এসডিজি) আবুল কালাম আজাদ। গতকাল রোববার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ওই সময় চায়না হারবার কোম্পানির প্রতিনিধিরা মুখ্যসচিবকে অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।
বেজা সূত্র জানায়, আনোয়ারায় ৭৭৫ একর জায়গায় গড়ে ওঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা। তার মধ্যে খাস জায়গা হচ্ছে ২৯২ দশমিক ৯৭৫ একর। বাকি ৩২৩ দশমিক ৫৪০ একর বন্দোবস্তকৃত ও ১৫৮ একর জায়গা ব্যক্তি মালিকানাধীন। এ প্রকল্পে চীন সরকারের শতভাগ বিনিয়োগ থাকবে। আর এতে বাংলাদেশ সরকারের ৩০ শতাংশ আর চীন বিনিয়োগকারীদের ৭০ শতাংশ অংশীদারিত্ব থাকবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩৭১টি শিল্প-কারখানায় অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ জানান, পরিদর্শনকালে মুখ্যসচিব চীনা অর্থনৈতিক অঞ্চল ও টানেল প্রকল্প বাস্তবায়নে কাজের অগ্রগতির জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।



 

Show all comments
  • মোহাম্মদ রাশেদ আহমেদ । ১০ নভেম্বর, ২০১৮, ৩:১৯ এএম says : 0
    এই অর্থনৈতিক অন্চলের সর্বশেষ খবর কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনৈতিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ