পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর উৎস কিছু অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সমস্যা। এসব চ্যালেঞ্জের মধ্যে আছে মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, চলতি হিসাবে ঘাটতি, বিনিময় হারে অস্থিতিশীলতা এবং বৈদেশিক রিজার্ভের ওপর চাপ। এর ফলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তা অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি।
গতকাল রোববার বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে সিপিডির অনলাইন ‘বাংলাদেশ অর্থনীতি: তৃতীয় অন্তবর্তীকালীন পর্যালোচনা’ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ড. ফাহমিদা খাতুন বলেন, এসব সমস্যার মধ্যে রয়েছে-সম্পদ সঞ্চালনার ক্ষেত্রে দুর্বলতা, ব্যয়ের ক্ষেত্রে দুর্বলতা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি নিরাপত্তা বরাদ্দ না রাখার সমস্যা।
সিপিডির এই নির্বাহী পরিচালক বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈষম্য দূরীকরণের চ্যালেঞ্জগুলোও আমাদের মোকাবিলা করতে হবে। এজন্য রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় দরকার। যার ফলে আমাদের যেসব খাতে ভর্তুকি দেওয়া দরকার সেসব খাতে ভর্তুকি দিতে হবে সাময়িকভাবে হলেও। অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের গতি ত্বরান্বিত করতে হবে। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও গতি ত্বরান্বিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।