নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক পারফরমেন্সের পর এবার ওয়ানডে’তে ভালো করার মিশনে মাঠে নামছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে ভাল করার প্রত্যয় টাইগারদের। লংগার ভার্সনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলেও মাশরাফির অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা ঘুরে দাঁড়াতে চায়। গায়নায় সিরিজের প্রথম ম্যাচটি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুই টেস্টেই লজ্জার হার মেনে নেয় বাংলাদেশ। এন্টিগায় সিরিজের প্রথম ম্যাচে তো জাতিকে লজ্জা দিয়েছেন সাকিবরা। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনি¤œ রানে গুটিয়ে যাবার রেকর্ড গড়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসের ভুলগুলো দ্বিতীয় ইনিংসেও শুধরে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় অব্যাহত রাখে তারা। ১৪৪ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। প্রথম টেস্টে লজ্জার হারের পরও ঘুড়ে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল। কিন্তু কথা রাখতে পারেননি তারা।
দ্বিতীয় টেস্টেও দেখা যায় পুরনো সেই বাংলাদেশকে। আবারো নিজেদের ব্যর্থতা তুলে ধরেন তামিম-সাকিব-মুশফিকুররা। তাই কিংস্টন টেস্টে ১৪৯ ও ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার ১৬৬ রানে হারে তারা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে চরমভাবে ফুটে ওঠে বাংলাদেশের অসহায়ত্ব।
তবে টেস্টের পারফরমেন্স ভুলে গিয়ে ওয়ানডেতে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আতœবিশ্বাসী বাংলাদেশ। কারণ ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বে উজ্জীবিত এক দল টাইগাররা। ছয় মাস পর ওয়ানডে খেলতে মাঠে নামলেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলংকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের প্রথম তিন ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনাল নিশ্চিত করলেও শেষ পর্যন্ত শিরোপার স্বাদ নিতে পারেননি মাশরাফিরা। ফাইনালে লঙ্কানদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই স্মৃতি ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় ম্যাশ বাহিনী। যদিও সিরিজের আগে মাশরাফির খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। স্ত্রী সুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ যাওয়া নিয়ে দোটানায় পড়েন এই অধিনায়ক। অবশেষে স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ গেলেন নড়াইল এক্সপ্রেস। অধিনায়ক মাশরাফিকে পেয়ে পুরো দলের আতœবিশ্বাস বেড়ে যাবারই কথা। যেমনটা অতীতে দেখা গেছে। কঠিন পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করেছেন মাশরাফি। সেক্ষেত্রে সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ। এবারো আশায় বুক বেঁেধছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে জয়ের তকমা গায়ে মেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটের জয় পায় টাইগাররা। এই জয় বাংলাদেশের আতœবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে বলা চলে।
ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ম্যাচের মধ্যে ১৯টি জয় পায় ওয়েস্ট ইন্ডিজ, ৭টিতে জিতে বাংলাদেশ।
এদিকে, ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আড়াই বছরেরও বেশি সময় পর অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে নিয়ে এসেছে স্বাগতিকরা। এছাড়া দলে সুযোগ পেয়েছেন পেসার আলজারি জোসেফ ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল। তাদের সঙ্গে আছেন ক্রিস গেইল এবং এভিন লুইসের মত খেলোয়াড়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।