Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহামেডান-মেরিনার ম্যাচের সুরাহা কবে?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি হট্টগোলে পন্ড হয়েছিল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার এ ম্যাচের সুরাহা কবে হবে তা জানেন না কেউই। প্রায় দেড় মাস আগে পন্ড হওয়া ম্যাচটির ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা বলতে পারছে স্বয়ং লিগ কমিটিই। পন্ড হলেও ম্যাচটি নিয়ে পরে একটি সিদ্ধান্ত নেয়ার কথা ছিল লিগ কমিটির। কিন্তু তারা এখনো তা নিতে পারেনি। লিগ কমিটি বসে আছে রিপোর্টের অপেক্ষায়। তবে যার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই চীনের দুই আম্পায়ার জি উই এবং লী পাড়ি জমিয়েছেন নিজ দেশে। এখন ভরসা আম্পায়ার কমিটির সাধারন সম্পাদক ও জাজ নাজিরুল ইসলাম নাজু। তার রিপোর্টের অপেক্ষায় থাকলেও লিগ কমিটি পড়েছে বিপাকে। কারণ ওই ম্যাচকে কেন্দ্র করেই ইতোমধ্যে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন নাজু। ফলে দীর্ঘ সময় অতিক্রম হলেও প্রিমিয়ার হকির শিরোপা কার- তার সুরাহা হয়নি আজ অবদি। লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা মনে করেন নাজু পদত্যাগ করলেও তিনি যদি সহসা রিপোর্ট দেন তাহলে খুব শিঘ্রই লিগ নিয়ে একটি সিদ্ধান্ত নেয়া যাবে।
প্রিমিয়ার হকি লিগের মোহামেডান-মেরিনার গুরুত্বপূর্ণ ম্যাচটি গত ৮ জুন পন্ড হয়। ওই ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিলো মোহামেডানের। অন্যদিকে মেরিনার জিতলে (মোহামেডান, মেরিনার ও আবাহনী) তিন দলকেই খেলতে হতো দু’টি করে প্লে-অফ ম্যাচ। জটিল এমন গাণিতিক ম্যাচটি বন্ধ হয়ে যায় ৪৪ মিনিটে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে ড্র ছিলো। ম্যাচ নিয়ে দু’পক্ষই ছিলো উত্তেজিত। তাই তো রিভিউ নেয়ার জন্য খেলা বন্ধ থাকে তিনবার। চতুর্থবার রিভিউর জন্য খেলা বন্ধ হলে আর শুরুই হয়নি। দ্বিতীয়বার মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আর মাঠে প্রবেশ করেননি চীনের দু’আম্পায়ার জি উই এবং লী। হকি ফেডারেশন সভাপতির মুখপাত্র উইং কমান্ডার রাফি ও লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলাও মাঠে নেমে এর কোন সুরাহা করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত গোলযোগপূর্ণ ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত থাকা অবস্থায় স্থগিত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়। কিন্তু স্থগিত হওয়া ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি লিগ কমিটি। এ প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা বলেন, ‘আমরা রিপোর্টের অপেক্ষায় আছি। আম্পায়ার, জাজ ও ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট হাতে পেলে ম্যাচটি নিয়ে দ্রæত একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’
এদিকে ম্যাচটি নিয়ে লিগ কমিটির গড়িমসিতে ক্ষুদ্ধ মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। তিনি বলেন, ‘হকি ফেডারেশনের সাধারন সস্পাদক আবদুস সাদেক কোনো প্রকার সিদ্ধান্ত দিতে পারছেন না। লিগের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে উনার অনুপস্থিতিও আমাদের অবাক করেছিল। শুনেছি আজ (গতকাল) লিগ কমিটির সভাতেও স্থগিত হওয়া ম্যাচটিকে এজেন্ডাতে রাখা হয়নি। সিদ্ধান্ত এভাবে ঝুলিয়ে রাখলে আগামী লিগে অংশ নিবে না মোহামেডান।’ মেরিনার ইয়াংস ক্লাবের কোষাধ্যক্ষ এসএম নাসিম রেজা বলেন, ‘ওয়ান্ডারার্স ম্যাচের মধ্যে মাঠে নামতে কিছুটা দেরি করেছিল। তাই রিফিউজ টু প্লে-তে প্রতিপক্ষ পুলিশকে ২-০ গোলে জিতিয়ে দেয় ফেডারেশন। তাহলে আমাদের কেন নয়। আমরা বারবার যোগাযোগ করছি ফেডারেশনে। কিন্তু তারা কোন সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি। আম্পায়াররা চলে গেছেন নিজ দেশ চীনে। নাজুও পদত্যাগ করেছেন আম্পায়ার বোর্ড থেকে। তাহলে ফেডারেশন কার কাছ থেকে রিপোর্ট পাওয়ার আশা করছে। তারা কিভাবে সিদ্ধান্ত নেবে তা আমাদের বোধগম্য নয়। আমরা কিছুটা উদ্বিগ্ন এ ব্যাপারে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহামেডান

৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ