মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুক্রবার দক্ষিণ সিরিয়ার দেরায় ইসলামিক স্টেটের শেষ অবস্থানে চালানো বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। এরা সবাই সাধারণ নাগরিক। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ার দেরা প্রদেশটি ইসরাইল ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের’ প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, সারা দিন সিরিয়ার আসাদ বাহিনী ও রুশ বিমান সেখানে হামলা চালায়। এতে যে ২৬ জন মারা গেছে তাদের মধ্যে রয়েছে ১১ জন শিশু। তিনি আরও জানিয়েছেন, দেরাতে শত শত ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে বিমান থেকে। ওই অঞ্চলে থাকা শহরগুলো আইএসের স্থানীয় শাখার নিয়ন্ত্রণে ছিল। তারা ‘জইস খালিদ বিন ওয়ালিদ’ নামে পরিচিত। বোমা বর্ষণে শহরগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া বর্তমানে চেষ্টা করছে দেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার। দেরা অঞ্চলটি জর্ডান ও ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত। কিছু দিন আগে প্রবল সংঘর্ষের পর এলাকাটি ছেড়ে বিদ্রোহীদের সরে যাতে বাধ্য হয়েছিল। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।