মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার গোলান মালভূমি থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার তৎপরতা শুরু করেছে। ইসরাইল অধিকৃত গোলান মালভূমির নিকটস্থ এলাকা থেকে সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার পদক্ষেপ নেয়া হয়। আত্মসমর্পণ চুক্তি করার মধ্য দিয়ে সন্ত্রাসীদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়ার তৎপরতা চলছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইনইতরা প্রদেশে শুক্রবার কয়েকটি বাস গেছে। সপ্তাহান্তে অস্ত্র সংবরণে সম্মত হয়েছে একদল সন্ত্রাসী এবং তাদের সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য ওখানে গেছে বাসগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের কথিত একটি গোষ্ঠী এ খবর দিয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় চলতি সপ্তাহে এ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কুইনইতরা এলাকায় অধিকৃত অঞ্চলকে মুক্ত করা হবে এবং এ অঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হবে। দামেস্ক সরকারের আওতায় যে সব সন্ত্রাসী জীবন-যাপন করতে চাইবে না তাদের উত্তরাঞ্চলীয় সিরিয়ায় চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।