Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের জন্য নিরাপদ নয় ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভারতের চেন্নাইয়ে বসছে জুনিয়র ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আসর। আগ্রহী দলগুলো ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে চেন্নাইয়ে আসতে শুরু করেছে। কিন্তু আলোচনার জন্ম দেয় সুইজারল্যান্ডের স্কোয়াশ দলের সেরা খেলোয়াড আমব্রে আলিঙ্কসের ভারতে না আসায়। দল চলে এলেও আসেননি তাদের সেরা খেলোয়াড। ফলে এটিকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা।
ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের খবরে জানা যায়, সুইজারল্যান্ড দলের কোচ পাসকাল ভুরিন জানিয়েছেন-‘মেয়েকে ভারত সফরে আসতে বারণ করেছেন তার মা। আমব্রে আলিঙ্কসের বাবা-মার দাবি ভারতে মেয়েদের নিরাপত্তা নেই। গত কিছুদিন ধরে এদেশে নারীদের ধর্ষণ ও সম্মানহানির বিভিন্ন ঘটনা ওর বাবা-মা ইন্টারেনেটের মাধ্যমে জানতে পেরেছে। যার জন্য তারা মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।’
শুধু আমব্রে আঙ্কলিসের বাবা-মাই নন, ইরান, অস্ট্রেলিয়া এমনকি আমেরিকার দলের কর্মকর্তারাও টুর্নামেন্টের আগে প্রতিযোগীদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এজন্য প্রতিযোগিতায় অংশ নিতে ভারত সফরে আসার আগে কয়েকটি দেশ তাদের খেলোয়াড়দের শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারত নারীদের জন্য নিরাপদ নয় বলে বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে । চলতি সপ্তাহেও চেন্নাইতে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ কান্ডে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র-জিনিউজ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ