Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

গোলান সংলগ্ন অঞ্চল সমর্পণ বিদ্রোহীদের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিসংলগ্ন একটি স্পর্শকাতর অঞ্চল সমর্পণে সম্মত হয়েছে সিরীয় বিদ্রোহীরা। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ও বিরোধীদলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রধান অঞ্চলগুলোয় সিরীয় সরকারের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযান অব্যাহত রয়েছে। সরকারের এ অভিযানের সা¤প্রতিকতম সাফল্য এটি। অঞ্চল সমর্পণে সমঝোতার পাশাপাশি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে অধিবাসীদের সরিয়ে নেয়ার একটি চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, গতকাল সকালে উত্তর-পূর্ব সিরিয়ায় কট্টরপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি শহর থেকে হাজার হাজার বাসিন্দা সরে গেছে। সিরীয় সরকারের মিত্র রাশিয়া দুটি চুক্তিরই মধ্যস্থতা করেছে। চুক্তি দুটিকে দীর্ঘ সাত বছরের গৃহযুদ্ধে ক্ষমতাচ্যুত হওয়ার হুমকিতে থাকা সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিজয় হিসেবে দেখা হচ্ছে। সামরিক শক্তি প্রয়োগ ও সমর্পণের সমঝোতার মাধ্যমে চলতি মাসে আসাদ বাহিনী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারার ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহীদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ