Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হুতি বিদ্রোহীদের সম্পূর্ণ প্রত্যাহার দাবি হাদির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 ইয়েমেনের হুদায়দা বন্দর থেকে হুতি বিদ্রোহীদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছেন ক্ষমতাচ্যুত ও নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। জাতিসংঘ দূতের সঙ্গে দেখা করার পর এ দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে সামরিক উপায়ে সমাধান করতে হবে। এদিকে, সউদী জোটের বিমান হামলায় নতুন করে আরও ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনের হুদায়দায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সউদী জোট ওবং হুতি বিদ্রোহীদের যুদ্ধে গৃহহীন পরিবারগুলোকে। হুদায়দা প্রদেশে হাজার হাজার পরিবার যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে। ২ কোটি ২০ লাখ মানুষকে নির্ভর করতে হচ্ছে ত্রাণ সহায়তার ওপর। জাতিসংঘের আশঙ্কা হুদায়দা বন্দর নিয়ে যুদ্ধ চলতে থাকলে অচিরেই দুর্ভিক্ষ দেখা দেবে ইয়েমেনে। ইউএনএইচসিআর’র অভিবাসন এবং স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সট-আলিশের ম্যাখামভ বলেন, আমরা ত্রাণ বিতরণের জন্য বেশ কয়েকটি স্থান নির্ধারণ করেছি, যারা গৃহহীন তাদের সহায়তার জন্য শুধু খাদ্য নয় আরও বিভিন্ন ধরনের ত্রাণ এনেছি আমরা। আমাদের একটি চিকিৎসা কেন্দ্রও আছে সেবা দেয়ার জন্য। জাতিসংঘের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তার মধ্যেই ইয়েমেনে সউদী জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে। নতুন করে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বুধবার। এদিন ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল হাওয়াক জেলার আবাসিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় সউদী জোট। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্রোহীদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ