রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরে সরিষাবাড়ীতে জঙ্গীবাদ মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে এক আলোচনা সভা সরকারী বঙ্গবন্ধু কলেজে অনুষ্টিত হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আলহাজ রেজাউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। গত বৃহ¯পতিবার সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন ভুইয়া, সরিষাবাড়ী থানার ওসি তদন্ত মোহাম্মদ মোহাব্বত কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুব লীগের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বক্তব্যে বলেন, সরিষবাড়ীকে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ বাল্যবিয়ে নির্মুল করতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা সরিষাবাড়ীকে জেলার একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য দরকার ঐক্যমতে সকলের এক হয়ে কাজ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।