বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১৩ বছর কারাদন্ডের বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জলহোসেন চৌধুরী মায়ার করা আপিল পুনঃশুনানির জন্য হাইকোর্টে উপস্থাপিত হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও ড. কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকারের মেয়াদে ২০০৭ সালের ১৩ জুন মায়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরের বছর ১৪ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি ধারায় তাকে ১৩ বছরের কারাদন্ড দেন। একই সঙ্গে তাকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের খালাসের ওই রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। পাশাপাশি আপিল মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।