Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল জাহ্নবী কাপুরের অভিষেক চলচ্চিত্র ‘ধাড়াক’ মুক্তি পাচ্ছে

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পাশ্চাত্যের চলচ্চিত্র জগতে রিমেকের খুব চল নেই। খুব বেশীতাগিদ না থাকলে কেউ পুনর্নির্মাণের দিকে যায় না। কিন্তু বলিউডে পরিস্থিতি বিপরীত। তেলেগু তামিল বøকবাস্টার ফিল্মের রিমেক হচ্ছে হরহামেশা। এমনই আরেকটি রিমেক ‘ধাড়াক’। সর্বকালের সবচেয়ে সফল মারাঠি ফিল্ম ‘সাইরাত’-এর রিমেক এটি। শুধু সফল ফিল।মের রিমেক বলে নয়, শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুরের অভিষেক চলচ্চিত্র বলৈও এটি বিশেষত্বের দাবী রাখে। একই দিন মুক্তি পাবে ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’। রোমান্টিক ড্রামা ‘ধাড়াক’ ধর্ম প্রডাকশন্স এবং জি স্টুডিওসের ব্যানারে মুক্তি পাবে। শশাঙ্ক খৈতানের পরিচালনায় অভিনেয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার, আশুতোষ রানা, খরাজ মুখার্জি, অঙ্কিত বিশ্ট এবং ঐশ্বর্য নারকার। সঙ্গীত পরিচালনা করেছেন অজয়-অতুল। ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ মুক্তি পাচ্ছে শেইপ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন জয়বিন্দ সিং ভাটি এবং চমন গুপ্ত। সুধীশ কুমার শর্মার পরিচালনায় কমেডি ফিল্ম ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ ফিল্মে অভিনয় করেছেন মওসম শর্মা, স্বাতি বসু, লিলিপুট, রাহুল অবনা, অমৃতা আচার্য, মোহিত বাঘেল। সঙ্গীত পরিচালনা করেছেন কাশি রিচার্ড এবং ঋষভ জৈন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ