প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কেউ ধারণা করতে পারেনি সঞ্জয় দত্ত’র জীবনী চলচ্চিত্র ‘সঞ্জু’র ব্যাপক সাফল্যের সামনে ভারতের জাতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন স›দ্বীপ সিংয়ের বায়োপিক ‘সুরমা’ এতোটা সাফল্য পাবে। চলচ্চিত্রটি নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে কিন্তু এতোটা কেউই সম্ভবত আশা করেনি। ‘সঞ্জু’ নিয়ে উন্মাদনার মুখেও ফিল্মটি সপ্তাহান্তপর্যন্ত১৪ কোটি রুপির মত আয় করতে সক্ষম হয়েছে। শাদ আলির পরিচালনায় স্পোর্টস বায়োপিক ‘সুরমা’তে অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ, তাপসী পান্নু, অঙ্গদ বেদি, সিদ্ধার্থ শুক্লা এবং সতীশ কৌশিক। শুক্রবার মুক্তি পেয়ে চলচ্চিত্রটি ৩.২৫ কোটি রুপি আয় করেছে, শনিবারের আয় ৫.৫ কোটি রুপি। রবিবারের ৫.২ কোটি রুপি আয়ে সপ্তাহান্তপর্যন্তআয় কোটি রুপি। সোমবারের আয় ২ কোটি রুপি।সমালোচকরা ফিল্মটিকে মিশ্র মত দিয়েছে। একই দিন বিনোদ তিওয়ারি পরিচালিত ‘তেরি ভাবি হ্যায় পাগলে’ মুক্তি পেয়েছে। কমেডি ফিল্মটিতে অভিনয় করেছেন ক্রুশনা অভিষেক, রজনীশ দুগ্গাল, নাজিয়া হোসেন, দীপশিখা সুনীল পাল, ন্যান্সি মারভা, আমান ভার্মা এবং খেয়ালী। ফিল্মটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। সপ্তাহান্তÍ পর্যন্ত আয় ৩.২৫ কোটি রুপি। সঞ্জু’র আয় মঙ্গলবার পর্যন্ত ৩১৬.৬৪ কোটি রুপি (ভারত), বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।