Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুরমতি চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

১৯৭১ সালে শহীদুল্লাহ কায়সার রচিত ও আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘সংশপ্তক’ ধারাবাহিকটি নাটকটি বিটিভিতে প্রচার শুরু হয়। সেই বছর মাত্র চার পর্ব প্রচার হবার পর যুদ্ধচলাকালীন সময়ে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর আবারো ১৯৮৮ সালে বিটিভিতে নাটকটির প্রচার শুরু হয়। সে বছর বন্যার কারণে আবার তা প্রচার বন্ধ হয়। বন্যার পরপর বিটিভিতে আবারো প্রচারের মধ্যদিয়ে ধারাবাহিকটি শেষ হয়। এই ধারাবাহিকে ‘হুরমতি’ চরিত্রে অভিনয় করে ফেরদৌসী মজুমদার বেশ সাড়া ফেলেছিলেন। সেই ‘হুরমতি’ নামেই এবার চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শবনম পারভীন। তবে সেই হুরমতির সঙ্গে এই হুরমতির কোন মিল নেই বলে জানান শবনম পারভীন। ‘হুরমতি’ নামের চলচ্চিত্রের মূল ভাবনা ও কাহিনী শবনম পারভীনের নিজের। সংলাপ লিখেছেন মঞ্জুর রহমান। নির্মাণ করছেন শবনম পারভীন। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শূটিং চলছে। চলচ্চিত্রটি নির্মাণ এবং নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে শবনম পারভীন বলেন, ‘হুরমতি নামটি দর্শকের মনে এখনো গেঁথে আছে। তাই এই নামটি নিয়ে কাজ করার পরিকল্পনা আমার দীর্ঘদিনের। যদিও সংশপ্তকের হুরমতির সঙ্গে আমার চলচ্চিত্রের হুরমতির কোন মিল নেই। কিন্তু এই হুরমতিরও একটি চ্যালেঞ্জিং জীবন আছে। যা দর্শকের মনকে নাড়া দিবে। যেহেতু হুরমতি নিয়ে আমারই স্বপ্ন ছিলো। তাই নাম ভূমিকায় আমিই অভিনয় করছি। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি, দর্শকের কাছে উপভোগ্য হবে হুরমতি চরিত্রটি।’ ‘শবনম প্রোডাকশন’ প্রযোজিত চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেবার ইচ্ছে রয়েছে শবনম পারভীনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ