মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের নাগরিক হিসেবে দেশে ফিরতে চায় রোহিঙ্গারা। জাতিসংঘের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রানার বার্গেনার। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাকে রোহিঙ্গারা বলেছেন, তারা দেশে ফিরতে চান। তবে সেই ফিরে যাওয়া হতে হবে নিরাপদ এবং তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। মঙ্গলবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, শ্রানার বার্গেনার ১৪ই জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। মিয়ানমারের নেতাদের সঙ্গে শরণার্থী সঙ্কট নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ পরেই তিনি এ সফরে এসেছিলেন। জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়েছে, সফরের সময় রোহিঙ্গাদের ওপর রাখাইনে যে অকল্পনীয় নৃশংসতা চালানো হয়েছে তার বর্ণনা শুনেছেন জাতিসংঘের এই দূত। তাদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের বর্ণনা দেয়ার পাশাপাশি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে তারা এক্ষেত্রে নিরাপত্তা ও নাগরিকত্ব দেয়ার বিষয়টিকে সবার সামনে এনেছেন। অপর এক খবরে বলা হয়, অবৈধভাবে ভূমি অধিগ্রহণ বন্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং মানবাধিকার রক্ষায় আইন প্রণয়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার এইচ.আর.ডবিøউ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গেলো ৩০ বছরে মিয়ানমার সরকার এবং তাদের সেনাবাহিনী বেসামরিক নাগকিদের বহু সম্পত্তি অধিগ্রহণ করেছে। বিনিময়ে তাদের কোনো অর্থ বা ক্ষতিপূরণ দেয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন জানান প্রায় ৮ লাখ হেক্টর জমি অধিগ্রহণ করছে সরকার ও তাদের বাহিনী। যারাই জমি বা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দেয়া হয়েছে। প্রতিবেদনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান প্রদেশ, আয়েওয়ার্দি এবং ইয়াঙ্গুন অঞ্চলের মানুষের ভয়াবহ দুর্ভোগ বিষয়ে আলোকপাত করা হয়। কৃষকদের অধিকার রক্ষায় নিরব ভূমিকা পালন করায় প্রতিবেদনে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নিন্দা জানানো হয়। রয়টার্স,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।