বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি। গতকাল দিনের শেষ ঘণ্টায় লেনদেন হওয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সিএসই’র সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। তবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও বাছাই করা সূচক ডিএসই-৩০ পতনের হাত থেকে রক্ষা পেয়েছে।
মূলত প্রকৌশল ও বীমা খাতের কোম্পানিগুলোর অবদানেই পতন থেকে রক্ষা পেয়ে ডিএসইতে প্রধান মূল্যসূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বীমা কোম্পানিগুলোর মধ্যে ২৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১২টির দাম। এদিন বীমা খাতের মতো প্রকৌশল খাতেরও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে প্রকৌশল খাতের ২০টি কোম্পানি দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় রয়েছে ১৫টি প্রতিষ্ঠান।
এদিকে আগের কার্যদিবসের তুলনায়ে গতকাল কয়েকটি ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও উত্থানের থেকে পতনের তালিকায় স্থান করে নেয় বেশিরভাগ ব্যাংক। ব্যাংক খাতের ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১০টির। তবে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এদিন বাজারটিতে ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৯টি। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই শরিয়াহ্ সূচকের পতন হয়েছে। এই সূচকটি আগের দিনের তুলনায় দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে মূল্যসূচকে নেতিবাচক প্রভাবের পাশাপাশি ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে মোট ৮৭৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৯৫৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন কমেছে ৮১ কোটি ৭১ লাখ টাকা। এদিন ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে কেডিএস এক্সসরিজের শেয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স এদিন ১৬ পয়েন্ট কমে ৯ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে মোট ৪৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৩টির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।