Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরি করাই তার অভ্যাস...

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 চুরি পছন্দ করেন উদয় রাত্রা। বয়স ৫০ এর ওপরে। প্রচুর ধন সম্পদের মালিক। তবে চুরি করা তার অভ্যাসে পরিণত হয়েছে। স¤প্রতি দিল্লির ন্যাশনাল মিউজিয়াম থেকে দামি একটি পাথর চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলেছে, উদয় কোটিপতি হলেও চুরি করা তার অভ্যাস। এর আগেও তাকে মদ চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। খবরে বলা হয়েছে, তিন সপ্তাহ আগে দিল্লির ন্যাশনাল মিউজিয়াম থেকে গায়েব হয়ে যায় অত্যন্ত দামি পাথরের একটি রেপ্লিকা। তন্ন তন্ন করে খুঁজেও তার খোঁজ মেলেনি। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মিউজিয়াম কর্তৃপক্ষ। এনডিটিভি।
শিশুদের জকি হিসেবে ব্যবহার বন্ধের দাবি
ইনকিলাব ডেস্ক : মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী নাদাম উৎসবের ঘোড় দৌড় প্রতিযোগিতায় শিশুদের জকি হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এবারেও প্রতিযোগিতায় রঙ দিয়ে লাল করা গাল, চটকদার পোশাক ও হেলমেট পরা জকিরা ঘোড় দৌড় প্রতিযোগিতায় নেমেছিল। এতে একটি ঘোড়াকে তার আরোহীকে নিয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ বৃক্ষহীন প্রান্তর পাড়ি দিতে হয়। কিন্তু এ প্রতিযোগিতা শিশুদের ঝুঁকিতে ফেলে দেয় বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা সমালোচনা করেছে। তাদের দাবি, এতে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় জকি হিসেবে শিশুদের ব্যবহার করা হয়। এ প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে দীর্ঘদিন স্কুলে যেতে পারে না তারা। এ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়ে সংস্থাগুলো বলছে, এতে অংশ নিতে ন্যূনতম অর্থের বিনিময়ে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা আস্তাবলের ভেতর প্রস্তুতি নিতে হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ