Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল জেনারেল হাসপাতাল পানি সঙ্কটে রোগী ভর্তি বন্ধ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০০ এএম


গত চার দিন ধরে বরিশাল মহানগরীরর আধুনিক জেনারেল হাসপাতালে পানি নেই । এতে রোগী এবং ডাক্তার সহ চিকিৎসা সেবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে নগরীর কেন্দ্রস্থলের হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি। পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমও মারাত্মক সংকটের কবলে। স্বজনরা বাইরে থেকে পানি কিনে এনে রোগীদের প্রয়োজন মেটাচ্ছেন। কিন্তু অসচ্ছল রোগীদের পক্ষে তাও সম্ভব না হওয়ায় চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গতকাল সকাল পর্যন্ত হাসপাতালটিতে শতাধীক রোগী চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন রোগী ও স্বজনরা জানান, গত চার দিন ধরে পানি না থাকায় পুরো হাসপাতালের কার্যক্রম মুখ থুবরে পড়ার উপক্রম।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালটিতে শতাধীক রোগী আছেন। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হয়। এরমধ্যে অনেক ডায়রিয়ার রোগীও রয়েছে। পানি না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। পানি সংকটের কারনে নতুন রোগী ভর্তি করা হচ্ছেনা।
বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বুধবার থেকে জেনারেল হাসপাতালের গভীর নলকুপটির পানিতে অতিরিক্ত বালু ও ময়লা আসার কারনে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের গভীর নলকূপ মেরামত করতে স্বাস্থ্য প্রকৌশল ও গণপূর্ত বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ