Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগস্ট জুড়ে চলবে নতুন মুখের সন্ধানে-২০১৮ কার্যক্রম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সহযোগিতায় চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিল্পী সংগ্রহের কার্যক্রম 'নতুন মুখের সন্ধানে-২০১৮' শুরু হচ্ছে। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালক সমিতির সাথে মিডিয়া পার্টনার এসিয়ান টিভি ও ইভেন্ট পার্টনার অফর্ট্যাক ইভেন্ট অ্যান্ড অ্যার্ডভারটাইজিং এর চুক্তি স¤পন্ন হয়। চিত্র নায়ক ফারুক, আলমগীর ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে সাক্ষী করে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, এসিয়ান টিভির কর্ণধার আলহাজ্জ হারুন অর রশিদ ও ইভেন্ট পার্টনার অফর্ট্যাক ইভেন্ট অ্যান্ড অ্যার্ডভারটাইজিং এর ব্যবস্থাপক শফিকুল ইসলাম। মুশফিকুর রহমান গুলজার নতুন মুখের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে 'নতুন মুখের সন্ধানে-২০১৮'র নিবন্ধন কার্যক্রম শুরু হবে। রাজধানীর সোনার গাঁও হোটেলে গ্র্যান্ড ওপেনিং এর মধ্য দিয়ে শুরু হবে এই নিবন্ধন কার্ক্রম। একই সঙ্গে নায়ক, নায়িকা, খল অভিনেতা, পার্শ অভিনেতা, কৌতুক শিল্পী, শিশু শিল্পী সন্ধান করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, অনেক দিন ধরে আমরা শিল্পী সংকটে ভুগছি। আমরা অনেক বড় বড় শিল্পীদের হারিয়ে ফেলেছি, কিন্তু তাদের বিকল্প আর কেউ তৈরি হয়নি। এ শূন্যতা পূরণ করতেই আমাদের এই আয়োজন। সারা দেশের সকল বিভাগ ও গ্রাম, গঞ্জ থেকে খুঁজে খুঁজে প্রতিভাবান শিল্পীদের আমরা বাছাই করে নিব। আশাকরি এর মাধ্যমেই আমাদের শিল্পী সংকট ঘুচবে। আগস্ট মাস জুড়ে শিল্পী খোঁজার প্রক্রিয়াটি নিয়ে কাজ করা হবে। ওয়েভ সাইটে নিবন্ধন করতে পারবেন শিল্পীরা। এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের একটি ফি নির্ধারণ করা হবে। বিস্তারিত সব জানানো হবে ১ সেপ্টেম্বর। এবারের নতুন মুখ খোঁজার আয়োজনটি উৎসর্গ করা হয় নায়ক মান্না, দিতি ও সোহেল চৌধুরীকে। অনুষ্ঠানের শুরুতেই এই তিন গুণী মানুষকে স্বরণ করে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। চিত্রনায়ক আলমগীর বলেন, দেরিতে হলেও দীর্ঘদিন পর 'নতুন মুখের সন্ধানে' শুরু হচ্ছে। এই কার্যক্রমে আমার কোনোও সহযোগিতা প্রয়োজন হলে আমি করতে প্রস্তুত। নতুন মুখ সন্ধান করে ছেড়ে দিলে হবে না, তাদের সঠিকভাবে গড়েও তুলতে হবে। চিত্রনায়ক ফারুক বলেন, শিল্পী খোঁজার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই সময়ে এটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। শুধু শিল্পী খুঁজলেই চলবে না, সিনেমার মেইন স্ট্রিমের ভাইদের বলবো আপনারা সবাই এগিয়ে আসুন। আর আমাদের গল্পেও নতুনত্ব আনতে হবে। আমার পক্ষ থেকে কোনো সহযোগীতার প্রয়োজন হলে সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। নতুন মুখের সন্ধান এর মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন মিশা সওদাগর। তিনি বলেন, আমি নতুন শিল্পী নির্বাচিত হয়ে সার্টিফিকেট পেয়েছিলাম। সেখানে তথ্যমন্ত্রনালয়ের সিল ও সাক্ষর ছিল। কিন্তু এতদিন পরে এই আয়োজনটি করতে হচ্ছে পরিচালক সমিতিকে। সমস্যা নেই কাউকে না কাউকে তো কাজ করতেই হয়। এই আয়োজনের খবর পেয়েই ছুটে এসেছি। সব সময় পাশে থাকবো। আমাদের কাজ আমাদেরই করতে হবে। এশিয়ান টিভির কর্ণধার আলহাজ্জ হারুন অর রশিদ বলেন, দুই বছর পর পর এমন আয়োজন করা উচিৎ। এবার যারা নির্বাচিত হবেন। সেই শিল্পীদের নিয়ে ৬টি চলচ্চিত্র উপহার দিবে এসিয়ান টিভি। যত দিন এই আয়োজন চলবে, পাশে থাকবে এসিয়ান টিভি। উল্লেখ্য, ১৯৮৪, ১৯৮৬ ও ১৯৯০ সালে এই আয়োজন করা হয়েছিল। দীর্ঘদিন পর এ বছর 'নতুন মুখের সন্ধানে' শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত চিত্রনায়ক মান্না, সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির।



 

Show all comments
  • motiur nil ১৬ জুলাই, ২০১৮, ১২:২৫ এএম says : 0
    আমি নায়ক হতে চাই
    Total Reply(0) Reply
  • মিঠুন কুমার দাশ ১৮ জুলাই, ২০১৮, ৮:১৬ পিএম says : 0
    আমি চলচ্চিত্রে কাজ করতে চায় । যাদি আপনার দয়া করে সুযোগ দেন
    Total Reply(0) Reply
  • নাম শ্রী আকাশ কুমার রবিদাস ৭ আগস্ট, ২০১৮, ১০:৩৫ এএম says : 0
    আমি এক জন ভালো আভিনেতা হতে চাই আপনারা যদি আমাকে কিছু টা সাহায্য করতেন আমার বড় ভাইয়েরা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ