Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে চিঠিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে স্বজনদের খোঁজ এনে দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস। সংস্থাটির উদ্যোগে রোহিঙ্গা শিবির থেকে সংগ্রহ করা হয়েছিল নিখোঁজদের উদ্দেশ্যে লেখা চিঠি। সেসব চিঠিরই কয়েকটির উত্তর ফেরত এসেছে। চিঠিগুলো নিয়ে এসেছে অশ্রæর প্লাবন ডাকা সংবাদ, স্বজনদের জীবিত থাকার সংবাদ। চিঠি থেকে স্ত্রী জানতে পেরেছেন তার স্বামীর বেঁচে থাকার খবর। সত্তরোর্ধ্ব পিতা পেয়েছেন যুবক ছেলের বেঁচে থাকার তথ্য। বহু পরিবার পেয়েছে হারানো স্বজনের খোঁজ। নিজেদের ভাষার লিখিত রূপ নেই। তবু ইংরেজি ও বার্মিজ ভাষায় লেখা চিঠিগুলোর কারণে মিয়ানমারের কারাগারে বন্দি রোহিঙ্গা ও আশ্রিত স্বজনদের চোখে দেখা গেছে অনুভূতির চিরচেনা ভাষাÑ অশ্রæ। নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর গত বছরের আগস্টের শেষ সপ্তাহে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরোলো করে মিয়ানমার। নিপীড়নের মুখে পালিয়ে যায় লাখ লাখ রোহিঙ্গা। পৃথিবীর সবচেয়ে বিপন্ন জাতিগোষ্ঠীর পরিচয় পাওয়া রোহিঙ্গাদের জবানে উঠে আসতে থাকে রাখাইনে স্থানীয়দের সঙ্গে নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর চালানো নৃশংসতার চিত্র। চলতি বছরের ২১ থেকে ২৪ জানুয়ারি এপিএইচআর শরণার্থী শিবিরে তদন্তমূলক অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে আসা ২৮ হাজার তিনশ’ রোহিঙ্গা শিশু নিজেদের বাবা-মায়ের কমপক্ষে একজনকে হারিয়েছে। এছাড়া শিবিরের সাত হাজার সাতশ’ শিশু বাবা-মা দুজনকেই হারিয়েছে। আর এই দুই সংখ্যা মিলিয়ে রোহিঙ্গা শিশুর নিখোঁজ হওয়া বাবা-মায়ের সংখ্যা ৪৩ হাজার সাতশ’। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস গত আগস্ট মাস থেকে রোহিঙ্গাদের কাছ থেকে প্রায় ১৬০০টি বার্তা সংগ্রহ করেছিল। এগুলোর মধ্যে ১৬০টির মতো বার্তা চিঠির মাধ্যমে মিয়ানমারের কারাগারে বন্দি রোহিঙ্গা প্রাপকদের কাছে পৌঁছানো সম্ভব হয়। আর তারপর মিয়ানমার থেকে সেসবের উত্তর আসে স্বজনদের কাছে। রোহিঙ্গাদের ভাষার লিখিত রূপ নেই। তবে কেউ কেউ বার্মিজ ও ইংলিশ ভাষা জানেন। রোহিঙ্গা শিবির থেকে সংগ্রহ করা চিঠিগুলো ইংরেজিতে লিখেছেন রেডক্রসের কর্মীরা। রোহিঙ্গাদের কথা বুঝতে তারা সহায়তা নিয়েছিলেন দোভাষীর। অপরদিকে মিয়ানমার কারাগার থেকে আসা চিঠিগুলো ছিল বার্মিজ ভাষায় লেখা। কারাগার থেকে পাঠানো চিঠি যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যায়। কারা কর্তৃপক্ষ যাচাই প্রক্রিয়া শেষে চিঠিগুলো যেন স্বজনদের কাছে পাঠাতে দেয় তা নিশ্চিত করতেই চিঠিগুলো বার্মিজ ভাষায় লেখা। স্বাভাবিকভাবেই সেসব চিঠিতে পারিবারিক প্রসঙ্গ ছাড়া অন্য কিছুর কথা উল্লেখ করা সম্ভব হয়নি। মিয়ানমারের সরকারি ভাষ্য, সশস্ত্র রোহিঙ্গাদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির’ (আরসা) সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোট ৩৮৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। যদিও মিয়ানমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, রাখাইনের সিতওয়ে ও বুথিডং কারাগারে ২ হাজার ৭০০ জন আটক রয়েছে। সমস্যা হচ্ছে, এদের মধ্যে কতজন রোহিঙ্গা তা তারা আলাদা করে উল্লেখ করেনি। মিয়ানমার থেকে চিঠি পাওয়া এমন একজন ৫৮ বছর বয়সী সইত বানু। মিয়ানমারের কারাগারে আটক থাকা তার স্বামী চিঠিতে বলেছেন, উপযুক্ত পাত্র পেলে সইত বানু যেন তাদের মেয়ের বিয়ে দিয়ে দেন। হত্যা, ধর্ষণ, লুটপাট, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটানো মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক থাকলেও তিনি স্ত্রীকে আশ্বস্ত করতে লিখেছেন, ‘চিন্তা করো না। জেলে কোনও অসুবিধা নেই।’ গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার পর ওই চিঠি পেয়েই সইত বানু জানলেন তার স্বামী জীবিত রয়েছেন। সইত বানু রয়টার্সকে বলেছেন, তার স্বামীকে রাখাইন থেকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয়, সেদিন একই সঙ্গে গ্রামের মোট ৫০ জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ধরে নিয়ে যাওয়ার কোনও কারণ বলা হয়নি। গত বছরের ২৫ আগস্ট ৩০ পুলিশ চৌকিতে হামলা হওয়ার কয়েক দিন আগে এই গ্রেফতারের ঘটনা ঘটে। মিয়ানমার থেকে স্বজনদের কাছে পাঠানো চিঠিতে কেউ কেউ বলেছেন, ‘আমার তিন বছরের জেল হয়েছে। কিন্তু আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না।’ আরেকজন লিখেছেন, ‘আমরা সব সময় তোমাদের অভাববোধ করি। আর আমি জানি তোমরাও আমাদের অভাববোধ করো।’ আরেকটি চিঠিতে লেখা হয়েছে, ‘সবার ছবি পাঠিয়ো। তোমাদের সবাইকে দেখতে পারলে খুব ভালো লাগবে। ছেলেমেয়েদের খবর জানিয়ো।’ স¤প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটি বুথিডং জেলে থাকা ১৬ রোহিঙ্গার খবর নিয়ে যান জাদিমুরা শিবিরে। তাদের পাশে জড়ো হওয়াদের মধ্যে একজন ছিলেন ৭০ বছরের অলি মিয়া। আর সবার মতো নাম পরিচয় শোনার পর তিনিও বিশ্বাস করতে পারছিলেন না তার ছেলে চিঠি পাঠিয়েছে। দ্বিতীয়বার নাম-পরিচয় নিশ্চিত করার পর তার বিশ্বাস হয়। ওই চিঠিতেই তিনি জানতে পারেন, তার ছেলে জীবিত। ৩৫ বছর বয়সী ছেলেকে ২০১৬ সালে গ্রেফতার করা হয়েছিল। ছেলের কথা জেনে তার চোখ ছলছল করে ওঠে। লাঠিতে ভর দিয়ে তিনি এগিয়ে যান ঘরের দিকে; স্ত্রীকে ছেলের সংবাদ জানাতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ