Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড় হুমকির মুখে জনস্বাস্থ্য

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সিলেটের বিশ্বনাথে সর্বত্র পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করছে। ময়লা আবর্জনার দূগন্ধময় পরিবেশের কারনে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন । বায়ু দূষিত হওয়ায় বিভিন্ন রোগ জীবাণূর সৃষ্টি হচ্ছে। মশা-মাছি বংশ বৃদ্ধি করছে ফলে হুমকির মুখে আজ জনস্বাস্থ্য। বিভিন্ন হোটেল রেস্তোরার বর্জ্য ও ফার্মের বিষ্টায় স্তুপ খোলা জায়গায় পড়ে আছে। উপজেলার সদরের প্রাণ কেন্দ্র বাসিয়া ব্রিজের দুই পাশে থানা প্রাঙ্গনের সম্মুখে ২০ গজ অদুরে ময়লা আবর্জনা ফেলে এক চরম দূর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ময়লা ফেলে রাখার আরেকটি অসৎ উদ্দেশ্যও রয়েছে। হোটেলের শত শত মন লাকড়ি পুড়িয়ে ছাই নদীতে ফেলে পায়তারা করছে নদীর তীর দখলের। এতে নদীতে পানি প্রবাহে বাঁধারও সৃষ্টি হচ্ছে।
বিভিন্ন ইউনিয়নের গ্রামে অসংখ্য হাঁস মুরগির ফার্ম রয়েছে। ফার্মের মালিকরা ময়লা আবর্জনা ও হাঁস মুরগির বিষ্ঠা নির্দিষ্ট গর্তে না ফেলে রাস্তার পাশে, খালে-জলাশয়ে, বিভিন্ন বাজারে, মসজিদ মাদরাসা শিক্ষা প্রতিষ্টনের আশপাশে ফেলে পরিবেশ দূষণ করছেন। কিন্তু জনসচেতনতা সৃষ্টি কিংবা পরিবেশ দূষণ রোধে কারো কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা।
সরেজমিনে দেখা যায়, বিশ্বনাথ নতুন বাজারস্থ উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কলেজিয়েট স্কুল, মেরিট কেয়ার স্কুল, বিয়াম ল্যাবরেটরী স্কুল, রামপাশা স্ট্যান্ডে সুবেদার আব্দুল মালিক বীর বিক্রম যাত্রী ছাউনী এলাকায় ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে। এসব রাস্তায় নির্লজ্জ ভাবে অনেকেই মলমূত্র ত্যাগ করে পরিবেশকে আরো বেশি দূষণ করে ফেলেছে। অনেক সময় এসব রাস্তা দিয়ে শিক্ষার্থীরা ও পথচারীরা বিব্রতকর অবস্থায় পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনস্বাস্থ্য

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ